নবাবগঞ্জে গন টিকার উদ্বোধন করলেন সংসদ সদস্য শিবলী সাদিক ।

Spread the love

মোঃ রেজওয়ানুর রহমান শুভ
সারা দেশের ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ চত্বরে সরকারের ঘোষিত গণ টিকা দেয়ার আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করা হয়েছে। গত শনিবার সকাল ৯টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ৯নং কুশদহ ইউনিয়নের জেফরী পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই ইউনিয়নের ও কয়েকটি ওয়ার্ডের নারী-পুরুষদের মাঝে সরকারি বিনামূল্যে টিকা দেয়ার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ৬ আসনে সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক। এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শাহজাহান আলী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শামসুল আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান প্রমূখ। বীর মুক্তিযোদ্ধা মো:শওকত আলী কে টিকা প্রদানের মাধ্যমে ৯নং কুশদহ ইউনিয়নের গ্রাম পর্যায়ে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির শুভ সুচনা করা হয়। এছাড়াও প্রতিটি ইউনিয়নে একযোগে গণটিকা দেয়ার কাজ শুরু হয়েছে। এবিষয়ে দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, সরকারের নির্দেশ অনুযায়ী বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে কোভিড-১৯ এর ভ্যাকসিনের টিকা শতভাগ বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। আপনারা নিবন্ধনের মাধ্যমে টিকা কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করুন। উপজেলা নির্বাহী অফিসার বলেছেন, এ উপজেলার কোন মানুষ টিকার আওতা থেকে বাদ পড়বে না। উপজেলা পর্যায়ে মনিটরিং কমিটির মাধ্যমে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করা হবে। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শাহজাহান আলী বলেছেন, উপজেলাবাসীর মাঝে শতভাগ টিকাদান কর্মসূচী বাস্তবায়ন করতে স্বাস্থ্য বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি, মাস্ক পরি, টিকা গ্রহণ করি। ৯নং কুশদহ ইউপি চেয়ারম্যান মোঃ সায়েম সবুজ জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ অনুযায়ী ব্যপক প্রচার করা হয়েছে। যার কারণে টিকাদান কেন্দ্রে গেলে মনে হবে উৎসুক জনতা লাইন ধরে টিকা নিচ্ছে।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।