ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে জমিজমা সংক্রান্ত জেরে মারপিটের ঘটনায় হাবিবুর রহমান (৭১) নামে অবসর প্রাপ্ত সৈনিক প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করে দেয় । ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সকাল ১১ টায় ঘোড়াঘাট উপজেলার আফসারাবাদ কলোনী (কশিগাড়ী) গ্রামে । প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী সুত্রে জানা যায়, উপজেলার আফসারাবাদ কলোনী গ্রামে জাহেরা খাতুন ১৯৬৫ সাল থেকে কশিগাড়ী মৌজার ১ একর ৩৮ শতক জমি কবলা দলিল মূলে ক্রয় করে ভোগ দখল করে আসছিল । কিন্তু গত জুন মাস থেকে প্রতিপক্ষ উপজেলার মরিচা গ্রামের নাসরিন আক্তার লতা ও তার স্বামী ইমাত আলী আর্মী বোর্ডের লিজ সুত্রে ঐ জমির মালিক দাবী করলে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন (মঙ্গলবার) জাহেরা খাতুনের স্বামী হাবিবুর রহমান লোক মারফতে জানতে পারে তার জমিতে লাগানো রোপনকৃত ধান গাছ কাটা হচ্ছে । এমন সংবাদ পেয়ে জমিতে গিয়ে ধান কাটতে বাধা দিলে প্রতিপক্ষের লোকজন সাথে হাবিবুর রহমানের কথা কাটাকাটি হয়। এতে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করে দেয়। এ বিষয়ে জমির মালিক জাহেরা খাতুন বলেন, চলমান রেকর্ডে আমার নামে ডিপি খতিয়ান ভুক্ত হয়েছে । যার মৌজা কশিগাড়ী, দাগ নং ৪০৩ ও ৪০৫। অপর জমির দাবিদার প্রতিপক্ষ নাসরিন আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্ঠা করা হলে তাকে পাওয়া যায়নি । উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ আহমেদ জানান আহত ব্যাক্তির হাতে পায়ে ও বুকে গুরুতর ক্ষতের সৃষ্টি হয়েছে । ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিনের সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ধরনের অভিযোগ এখনো পায়নি । অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
মন্তব্য করুন