মোঃ রেজওয়ানুর রহমান শুভ
সোমবার সকালে দিনাজপুরের নবাবগঞ্জে ” নবাবগঞ্জ-২ (আফতাবগঞ্জ) ৩৩/১১ কেভি ১০এম ভিএ” এর শুভ উদ্বোধন করেন এমপি শিবলী সাদিক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ অনিমেষ সোম, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর জেনারেল ম্যানেজার মোঃ আমজাদ হোসেন, নবাবগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ বনিয়ার রহমান, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: পারুল বেগম, ৯ নং কুশদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সায়েম সবুজ প্রমুখ। জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জানান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বাস্তবায়নে উপজেলার ৯ নং কুশদহ ইউনিয়নের (আফতাবগঞ্জ) শিবপুরে ৪০ শতাংশ এরিয়া ক্যাম্পাসের মধ্যে ৩ তলার দ্বিতল বিশিষ্ট একাডেমিক ভবনসহ বিদ্যুৎ সরবরাহের অন্যান্য সরঞ্জাম দিয়ে জিওবি এর অর্থায়নে নির্মাণ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান রিভেরী পাওয়ার এন্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড। সূত্র অনুযায়ী প্রকল্পের চুক্তি মূল্য ৬ কোটি ৩১ লাখ ৭০ হাজার ২৫০ টাকা ব্যয়ে বিআরইবি/ডিএরই(ডব্লিউ)-এসএসএন-০২-০১/২০১৮-২০১৯ এর নির্মাণ কাজ ফেব্রুয়ারী ২০২০ইং এ শুরু হয়ে জুন ২০২১ এ শেষ হয়। এই উপকেন্দ্রটি অত্র-অঞ্চলের বিদ্যুৎ সম্পর্কীয় সবধরনের গ্রাহক হয়রানির সমস্যা কমে আসবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ও এলাকাবাসী।
মন্তব্য করুন