স্টাফ রিপোর্টার
দিনাজপুরের নবাবগঞ্জে রবিবার সকাল ১১ টায় উপজেলা শহীদমিনার চত্ত্বরে প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষির্কী উপলক্ষ্যে কৃষ্ণচুড়া, হিজল, জাম ও সোনালী জাতের গাছের চারা রোপন উদ্বোধন করে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক মোঃ আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম, উপজেলা আ’লীগের সহ:সভাপতি ডাঃ মোঃ মোশাররফ হোসেন, আমির হোসেন, সাদেকুল ইসলাম, উপজেলা আ’লীগের সহঃসম্পাদক শাহ মোঃ জিয়াউর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রেফাউল আজম, অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ মোঃ আলমগীর হোসেনসহ উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
অপরদিকে বেসরকারি সংস্থা বুরো বাংলাদেশ, নবাবগঞ্জ সদর শাখার উদ্দ্যেগে উপজেলার নবাবগঞ্জ দ্বি-মূখী বালিকা দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপন করেন। এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার সুপার মাহাবুবুর রহমান, শিক্ষক প্রতিনিধি নুর মোহাম্মদ, শিক্ষক হাফিজুর রহমান মিলন, বুরো বাংলাদেশ নবাবগঞ্জ সদর শাখার ম্যানেজার মোঃ ওয়াহেদুল ইসলাম, শাখা হিসাবরক্ষক আঃ আলিম, এসপিও হুমায়ন কবীর, এসপিও মোস্তাকিন ইসলাম প্রমূখ।
মন্তব্য করুন