জয়পুরহাট প্রতিনিধি:ওমর আলী বাবু >
জয়পুরহাট পুলিশ লাইন্স আধুনিক ডাইনিং মেসের উদ্বোধন করলেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম। সোমবার দুপুরের দিকে জয়পুরহাট পুলিশ লাইন্স এ আধুনিক ডাইনিং মেসের উদ্বোধন করা হয়।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভ‚ঞার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম সোলায়মান আলী, জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির সভাপতি আনোয়ারুল হক আনু, জয়পুরহাট ডায়েবিটিস সমিতির সভাপতি আব্দুল আজিজ মোল্লা, জেলা পুলিশিং কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শী, আ’লীগের সাবেক নেতা এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, মোমিন আহম্মেদ চৌধুরী জিপি, ডিএসবির অফিসার ইনচার্জ কাওছার হোসেন, সদর থানা অফিসার ইনচার্জ এ কে এম আলমগীর জাহান, কালাই থানা অফিসার ইনচার্জ সেলিম মালিক, আক্কেলপুর থানা অফিসার ইনচার্জ সাইদুর রহমান, ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ নীরেন্দ্র নাথ মন্ডল, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেবসহ বিভিন্ন পুলিশ কর্মকর্তারা।
অনুষ্ঠানে ডিআইজি বলেন, প্রতিনিয়ত পুলিশের আধুনিক সুযোগ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। জয়পুরহাটে আধুনিক এই মেস পুলিশের পুলিশিং কার্যক্রমে গতি আনবে। তিনি জেলা পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানান।
পরে মধাহ্ন ভোজে অংশ নেন আমন্ত্রিত অতিথিরা।
মন্তব্য করুন