নবাবগঞ্জে রাঘবেন্দ্রপুর ইটপাড়ায় বন্যার পানি থেকে কৃষকের ফসল রক্ষা করতে স্বেচ্ছাশ্রমে বাঁধ সংস্কারের কাজ শুরু ।

Spread the love


নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান
সোমবার দিনাজপুরের নবাবগঞ্জে রাঘবেন্দ্রপুর ইটপাড়ায় বন্যার পানি থেকে কৃষকের ফসল রক্ষা করতে স্বেচ্ছাশ্রমে বাঁধ সংস্কারের কাজের উদ্ভোধন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। ২নং বিনোদনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ আশরাফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে করতোয়া নদীর ইটপাড়া অংশে নদীতে উজানের পানি আর অতিরিক্ত বর্ষনের কারণে বর্ষা মৌসুমে এ বাঁধটি যথাযথ ভাবে সংস্কার মেরামত না করার কারণে নদীর পানি বাঁধ ভেঙ্গে আমন ধানের মাঠে প্রবেশ করে ১০ গ্রামের হাজার হাজার বিঘা জমির ধান নষ্ট হত। এবারও বর্ষা মৌসুমে বাঁধটির একই চিত্র। এলাকাবাসীর পক্ষে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলমগীর জানান, কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার সরেজমিনে গিয়ে বাঁধটির কিছু অংশ রক্ষা করতে এলাকাবাসীকে স্বেচ্ছাশ্রমে কাজ করার কথা বললে এলাকার জনসাধারণ বাঁধটি বাঁধার জন্য প্রস্তুতি গ্রহণ করে। এবিষয়ে জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান জানান, উপজেলা পরিষদ থেকে ২ লাখ টাকা বরাদ্দ দিয়ে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধটি বাঁধার কাজ শুরু করেছেন তিনি। এসময় উপজেলা কৃষকলীগ নেতা রজব আলী, ইউনিয়ন আ’লীগ নেতা আমিনুল ইসলাম সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কাজটি মানসম্মত করতে স্থানীয় তানভীর আহমেদ ট্রেডার্স এর সত্ত¡াধীকারী মোঃ মতিবুর রহমান কে দায়িত্ব ভার দেন উপজেলা পরিষদর চেয়ারম্যান। এদিকে নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ মনোয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলীদের নিয়ে বাঁধটি পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এখনি ভালভাবে সংস্কার করা না হলে ১০ গ্রামের হাজার হাজার বিঘা জমির আমন ধান ক্ষতিগ্রস্থ হবে বলে স্থানীয় মোঃ খলিলুর রহমান জানান।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।