নবাবগঞ্জে ৪৯ বছর ধরে জ্ঞানের আলো ছড়াচ্ছে প্রভাতী পাঠাগার

Spread the love


এম রুহুল আমিন প্রধান
প্রযুক্তির অলাইনের যুগে দীর্ঘ ৪৯বছর ধরে প্রতিষ্ঠিত রয়েছে দিনাজপুরের নবাবগঞ্জের মাহমুদপুর ইউনিয়নের হলাইজানা গ্রামের প্রভাতী পাঠাগার। গ্রাম বাংলায় চোখে পড়েনা আর পাঠাগার কিংবা লাইব্রেরী। গ্রামের মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়ে দিতে মহান আর মহৎ উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠার ৪৯ বছর অতিবাহিত করছে প্রভাতী পাঠাগার। গত ১ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধায় পাঠাগারের আয়োজনে নিজস্ব কার্যালয়ে স্বল্প পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে পাঠক সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর-নবাবগঞ্জ সার্কেলের এএসপি একেএম ওহিদুন্নবী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাওহীদুল ইসলাম তৌহিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মিলন, উপ-পরিদর্শক আব্দুস সলাম, প্রচার সম্পাদক ওয়ায়েস কুরুনী, মাহমুদুপুর ফল সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার হাসান মেজবাহ্। বক্তারা বলেছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৮নং মাহমুদপুর ইউনিয়নের হলাইজানা গ্রামে ৪৪ বছর ধরে জ্ঞানের আলো ছড়াচ্ছে প্রভাতী পাঠাগার। উপজেলা সদর থেকে পূর্বে ১০ কিলোমিটার দূরে হলাইজানা গ্রাম। এলাকার বেশিরভাগ মানুষ ধর্মীয় শিক্ষায় শিক্ষিত। সেখানে স্থাপিত হয়েছে ঐতিহ্যবাহী ফাজিল মাদরাসা। ওই গ্রামের বসবাস করা মরহুম মাওলানা আব্দুল্লার পুত্র মাওলানা আসম আব্দুল মমিন জানান, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আলোতে আনার মহৎ উদ্যোগ নিয়ে ১৯৭২ সালে যাত্রা শুরু হয় প্রভাতী পাঠাগারের। সে থেকেই বর্তমান পর্যন্ত ওই পাঠাগারের পাঠক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৫ হাজার। পাঠাগারের আলমারিতে দেশের নামি দামি লেখকের উপন্যাস, গল্প, কবিতা, গ্রামীণ মানুষের জীবন মানোন্নয়নের বাস্তবতা ভিত্তিক বই, ধর্মীয় কুরআন, হাদিস, ইসলামি সাহিত্য-সংস্কৃতিবিষয়ক বইপুস্তক রয়েছে। এলাকাবাসী জানান, ওই পাঠাগার থাকার কারণে সমাজের গরীব-দুঃখী মানুষেরা সহজে বই সংগ্রহ করে জ্ঞানের আলো ছড়াতে পারছে। হলাইজানা মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মোঃ মতিউর রহমান জানান, এ পাঠাগার এলাকায় যথেষ্ট অবদান রেখেছে। পাঠাগারের সাধারণ সম্পাদক মাওলানা মাহাবুবুর রহমান জানান, পাঠকদের জন্য আরো প্রযুক্তিভিত্তিক অনলাইনে বিভিন্ন বই পত্র-পত্রিকা জানার জন্য পদক্ষেপ নেয়া হয়েছে।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।