এম রুহুল আমিন প্রধান
আমার মন মন্দিরে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ মুজিবুর রহমানের বেটি শেখ হাসিনা দেশে প্রধানমন্ত্রী হয়ে গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে করে দিছে ঘর, দিছে জমি, সুদমুক্ত ঋণ উপরোক্ত কথাগুলো অশ্রুসিক্ত নয়নে বলেছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহালী সম্প্রদায়ের বাঁশের শিল্প তৈরী কারিগর নারী শ্রমিক শ্রীমতি রত্ন রাণী দাস। বৃহস্পতিবার নবাবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে সুদমুক্ত ২০হাজার টাকা পেয়ে তার মনের অনুভূতির কথা জানান শ্রীমতি রত্না রাণী দাস। এ উপলক্ষ্যে নবাবগঞ্জে ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা সমাজসেবা কার্যালয় (সমাজসেবা অধিদপ্তর) থেকে আরএসএস (সুদমুক্ত ক্ষুদ্রঋণ) এর আওতায় ২৬ জন মাহালি সম্প্রদায়ের (বাঁশ ও বেতের কাজ করে) মহিলাদের মাঝে ৫লাখ ২০হাজার টাকা পুনঃ বিনিয়োগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. সাদেকুল ইসলাম, উপজেলা মহিলা লীগের সভাপতি হোসনে আরা বেবি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আলমগীর, ইউপি চেয়ারম্যান আসমান জামিল, মো. সরওয়ার হোসেন প্রমূখ। ঋণ বিতরণ শেষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী জানান, সমাজসেবা মন্ত্রণালয় থেকে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে বিনা সুদে ক্ষুদ্র ঋণ সহায়তা পেয়ে উপজেলার অনেক উপজেলার গ্রামগঞ্জে থাকা বেকার কর্মহীন নারীরা এ প্রকল্পের আওতায় এসে খুঁজে পেয়েছে নতুন কর্মসংস্থান। আর হচ্ছে সামাজিক ভাবে, আর্থিক ভাবে সাবলম্বী। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম জানান, সরকারি ভাবে আর্থিক ঋণ পেয়ে আজকে যারা উন্নয়ন করছেন তারা সমাজে রাখবে অবদান। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান জানান, সরকার সমাজের পিছিয়ে পড়া মানুষদের জীবন মান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
মন্তব্য করুন