এম রুহুল আমিন প্রধান
দিনাজপুরের নবাবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পুকুরের ১৫লাখ টাকার মাছ লুটপাটের ঘটনায় থানায় এজহার দাখিল হয়েছে। জানা গেছে নবাবগঞ্জ উপজেলার ৮নং মাহমুদপুর ইউনিয়নের হাতভাঙ্গি মৌজায় জেএল নং ১৯৫, যথাক্রমে ৬৮৩ দাগে ২.৭৬একর, ৬৮৪ দাগে ০.৫১একর, ৬৮৮দাগে ১.২০একর, ৬৮৯ দাগে ০.২৯ একর পুকুরটির দীর্ঘদিন ধরে ক্রয় করে ভোগদখল করে আসছে পরমানন্দপুর গ্রামের আব্দুল মতিন। তিনি পুকুরটি সংস্কার করে দেশী প্রজাতির বিভিন্ন মাছ চাষ করে থাকেন। এদিকে হাতভাঙ্গি গ্রামের মাহফুজার রহমান(৫৫) সহ অজ্ঞাত ৩০জন ওই বিলে অনাধিকার প্রবেশ করে মাছগুলো ধরে পাতিলে করে বিভিন্ন বাজারে বিক্রি করে। বিবাদীদের বাড়ি সংলগ্ন পুকুরটি হওয়ায় বাদী মাছলুট প্রতিরোধ করতে পারেনি। ১৫লাখ টাকার ২৫০মন মাছ লুট হয়েছে বলে পুকুর মালিক আব্দুল মতিন এজহারে উল্লেখ করেছেন। এ ঘটনায় মাহফুজার রহমান সহ অজ্ঞাত ৩০ জনে বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় এজহার দাখিল করেছেন। পরে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তাওহীদুল ইসলাম তৌহিদ ঘটনাস্থল তদন্ত করেছেন। আব্দুল মতিন জানান, জমিটিতে দীর্ঘদিন ধরে খনন করে বালু উত্তোলন করায় জমিটি পুকুর শ্রেণীতেই পরিণত হয়েছে। বিবাদীরা গত ১০ আগষ্ট ২০২১ আনুমানিক সকাল ১১টায় মাছ লুট করে পুকুরে লাল পতাকা দিয়ে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। পুলিশ জানায় বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন