নবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Spread the love


এম রুহুল আমিন প্রধান
দিনাজপুরের নবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মরহুম বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ নবাবগঞ্জ উপজেলার ২নং বিনোদ নগর ইউনিয়নের বাগান পাড়া গ্রামের মৃত আবুল কাসেম এর পুত্র । তিনি কিডনির জটিলতা সমস্যা নিয়ে রংপুর ডক্টরস ক্লিনিক হাসপাতালে গত ১১ সেপ্টম্বর শনিবার বিকেলে ইন্তেকাল করেছেন ইন্নানিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ৫ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনারে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ। বিনোদনগর হাইস্কুল মাঠে জানাযা নামাজ শেষে বাগানপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ নবাবগঞ্জ উপজেলা কৃষি অফিসের সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তার চাকুরীর অবসর গ্রহণ করেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের (সাবেক কমান্ডার) মোঃ দবিরুল ইসলাম জানান, আঃ লতিফ ৭নং সেক্টরে থেকে যুদ্ধ করেছিলেন।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।