ঘোড়াঘাটে অপরূপ সাজে সেজেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো I

Spread the love


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
করোনা কারণে দীর্ঘ ৬১ সপ্তাহ বন্ধ থাকার পর রোববার দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সরকারী নির্দেশনা মেনে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ১১৫টি শিক্ষা প্রতিষ্ঠান পাঠ দানের জন্য খুলে দেওয়া হয়েছে। দীর্ঘ সময় বন্ধ থাকার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিস্কার পরিচ্ছন্নতা সহ অপরূপ সাজে সাজানো হয়েছে। প্রতিষ্ঠানগুলো খোলায় প্রথম দিনে স্বপ্রণোদিত হয়ে স্ব স্ব প্রতিষ্ঠানের আসছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনায় মুখরিত হতে থাকে স্কুল ও কলেজগুলো। এদিকে সরকারী ভাবে ১৯ দফা নির্দেশনা বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার, উপজেলা শিক্ষা অফিসার অতুল চন্দ্র রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করছেন। উপজেলার কয়েকজন শিক্ষক জানান, দীর্ঘ দিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীদের লেখা পড়ায় যে ঘাটতি হয়েছিলো তা পুষিয়ে নিতে কাজ করে যাচ্ছে সকল শিক্ষকরা। শিক্ষার্থীদের সুরক্ষায় সামাজিক দুরত্ব বজায় রাখা ও মাক্স ব্যবহার নিশ্চিত করেই প্রতিষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম জানান, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় মিলে এ উপজেলার একটি পৌরসভা ও চারটি ইউনিয়নের ১১৫টি শিক্ষা প্রতিষ্ঠান পাঠ দানের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রথম দিনে উপস্থিতি কিছুটা কম হলেও আগামী দু’ এক দিনের মধ্যে উপস্থিতি বাড়বে বলে তিনি মনে করেন।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।