নবাবগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Spread the love

এম রুহুল আমিন প্রধান
বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুরের নবাবগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম এর সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় নবাবগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের চলমান আইন শৃঙ্খলা বিষয় নিয়ে ব্যপক ও বিস্তর আলোচনা শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় । সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) তাওহীদুল ইসলাম, ব্যবসায়ী সমিতির সভাপতি সানোয়ার মন্ডল, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সায়েম সবুজ, রহিম বাদশা, রাশেদুল কবির রাজু, আইনুল হক চৌধুরী, এনামুল হক, সরোয়ার হোসেন, আসমান জামিল, আব্দুলাহেল আজিম, সরকারি কর্মকর্তা, সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় চুরি, ধর্ষণ, বাল্যবিয়ে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হেয়ারক্যাপে শিশুশ্রম কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজ করা সহ অবৈধ ভাবে বালু উত্তোলন, মাদক, চোরাচালান, জুয়া বিষয়ে আলোচনা হয়। সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জানান, উপজেলা বাসীর শান্তির জন্য সকল বিভাগের কর্মকর্তা সহ এলাকার সুশীল সমাজ এর নেতৃবৃন্দকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। নব যোগদান করা অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, আমি নতুন যোগদান করেছি। উপজেলা সদরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি ঠেকাতে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। সকলকে সাথে নিয়েই অপরাধ নির্মূলে নিরলস ভাবে কাজ করে যাব। পুলিশের দায়িত্ব হল জনসাধারনের যানমালের নিরাপদে রাখা। আসুন শান্তিপূর্ণ উপজেলা গড়তে সকলে একসঙ্গে কাজ করি।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।