জয়পুরহাটে সুজনের উদ্যোগে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস পালিতI

Spread the love

জয়পুরহাট প্রতিনিধি:ওমর আলী বাবু >

জয়পুরহাটে সুশাসনের জন্য নাগরিক সুজনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে টাউনহল ২য় তলায় দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সুজন’র জয়পুরহাট জেলা সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে তথ্য অধিকারের উপর মূল প্রবন্ধ পাঠ করেন সুজনের ভারপাপ্ত সাধারণসম্পাদক সাংবাদিক শাহাবুদ্দিন।
সুজনের সদর উপজেলার সাধারণ সম্পাদক ওমর আলী বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক সিনেট সদস্য ড. সাহাল উদ্দিন ।
এসময় তথ্য প্রাপ্তির অধিকার ও নিয়মের উপর বক্তব্য পেশ করেন মাছরাঙ্গা টেলিভিশনের সংবাদদাতা ও দৈনিক অধিকার জেলা প্রতিনিধি আল মামুন।
অন্যন্যদের মধ্যে আরও বক্তব্য দেন সুজনের জেলা কমিটিরি সহ-সভাপতি মকবুল হোসেন মওকত ও কার্তিক চন্দ্র সিং,প্রফেসর মোত্তালেব আলী,অধ্যাপক আমিনুর রহমান বকুল, সুজনের সদর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, সাংবাদিক আবুতাহের শেখ প্রমুখ।
আলোচনা সভায় জেলা তথ্য অফিসের উদ্যোগে তথ্য অধিকারের উপর জারি-সারি গান ও তথ্য অধিকার প্রয়োগ বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।