মোঃ রেজওয়ানুর রহমান শুভ
“ অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২১ পালিত হয়েছে। ২ অক্টোবর শনিবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিতব্য জাতীয় উৎপাদনশীলতা দিবসের তাৎপর্য তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: দবিরুল ইসলাম , বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রুহুল আমিন প্রধান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: সাদেকুল ইসলাম , সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ মো: আলমগীর, ইউপি চেয়ারম্যান আসমান জামিল, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান রহিম বাদশা, নবাবগঞ্জ কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোঃ মাহাবুর আলম, প্রমুখ। উপজেলা নিবার্হী অফিসার তার বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে যার যার অবস্থানে থেকে সবাইকে কাজ করে যেতে হবে। ভীষন ২০৪১ বাস্তবায়নে ও সুখী সমৃদ্ধ দেশ গড়তে উৎপাদনশীলতার উপর গুরুত্বারোপ করতে হবে। উৎপাদনশীলতা সম্পর্কে জনগণকে সচেতন এবং উৎপাদনশীলতা আন্দোলনকে বেগবান করতে এ দিবস সহায়ক ভূমিকা পালন করবে।
মন্তব্য করুন