এম রুহুল আমিন প্রধান:
কৃষি ফসল উৎপাদনে কৃষকদের উৎপাদনমূখী করে গড়ে তুলতে দিনাজপুরের বীরগঞ্জে কৃষকদের নিয়ে দিনের পর দিন চলছে প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণ নেয়ার পর মাঠপর্যায়ে বাস্তবায়নে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন কৃষি মন্ত্রণালয়। তারই অংশ হিসেবে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় রোপা আমন ধান কর্তন ও কৃষকের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিনিয়র সচিব কৃষি মন্ত্রণালয়ের মোঃ মেজবাহুল ইসলাম ও মহাপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোঃ আসাদুল্লাহ, প্রকল্প পরিচালক, পারিবারিক পুষ্টি বাগান প্রকল্প মোঃ মাইদুর রহমান, প্রকল্প পরিচালক, খামার যান্ত্রিকীকরণ প্রকল্প, মোঃ বেনজির আলম, দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক,দিনাজপুরের উপ-পরিচালক, এডিসি দিনাজপুর, ইউএনও বীরগঞ্জ প্রমূখ।
মন্তব্য করুন