নবাবগঞ্জে নব নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্ভোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক

Spread the love

মোঃ রেজওয়ানুর রহমান শুভ

দিনাজপুরের খানসামা উপজেলায় ৫ অক্টেবর মঙ্গলবার বিকেলে একদিনের সরকারী সফরে এসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি পাকেরহাটে অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আনুষ্ঠানিক ভাবে এবং ভার্চুয়ালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর উদ্ভোধন করেছেন। এ উদ্ভোধন উপলক্ষ্যে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে আয়োজিত  উদ্ভোধনী সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. শাহাজান আলী, উপজেলা প্রকৌশলী মো. মনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম, জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সাইদুর রহমান, নবাবগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. দবিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইউনুস তালুকদার, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, আজিজার রহমান, আকরাম হোসেন, নুরুল ইসলাম থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. সাদেকুল ইসলাম, আমির হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ জিয়াউর রহমান মানিক, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আলমগীর, ইউপি চেয়ারম্যান সায়েম সবুজ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান মিলন, প্রচার সম্পাদক ওয়ায়েস করুনী, মের্সার্স তানভীর আহমেদ স্বত্বাধীকারী মতিবুর রহমান প্রমূখ। উপজেলা প্রকৌশলী মো. মনোয়ার হোসেন জানান, এলজিইডির অর্থায়নে টেন্ডারের মাধ্যমে মেসার্স স্নেহা এন্টারপ্রাইজ, চাঁপাইনবাবগঞ্জ ১ কোটি ৬১লাখ ৫১হাজার ৯০৫টাকা ৬৩পয়সা বরাদ্দে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মান কাজ সমাপ্ত করেছে।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।