দিনাজপুরের নবাবগঞ্জে শেখ রাসেল দিবস পালিত I

Spread the love


নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান >
‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’- এ প্রতিপাদ্য নিয়ে ১৮ অক্টোবর প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে দেশব্যাপী জেলা-উপজেলা এবং বিদেশে বাংলাদেশ দ‚তাবাসগুলোতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ‘শেখ রাসেল দিবস ২০২১’। এর অংশ হিসেবে দিনাজপুরের নবাবগঞ্জে সোমবার সকালে শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল এর ৫৮ তম জন্মদিন উপলক্ষ্যে কেক কেটে এবং শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিবসটি পালনের সূচনা করেন দিনাজপুর ৬ আসনের এমপি মোঃ শিবলী সাদিক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম, উপজেলা প্রকোশলী মোঃ মনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. শাহাজান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফিজুর রহমান, এখলাছুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) তাওহীদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তোফাজ্জল হোসেন, কারিগরি কলেজের অধ্যক্ষ আবু হেনা মোস্তাফা কামাল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডা. মোশারফ হোসেন, মো. সাদেকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ জিয়াউর রহমান মানিক, সানোয়ার মন্ডল, সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলমগীর, ইসলামিক ফাউন্ডেশন এর সুপারভাইজার আবুল বাশার, কেয়ার টেকার আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব আজিজার রহমান, ইউপি আসমান জামিল, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সামসুজ্জামান, ছাত্রলীগের সভাপতি রুবেল হোসেন, সাধারণ সম্পাদক শামীম হোসেন, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার সবুজ, গোলাপগঞ্জ ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. জুয়েল প্রমূখ। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা (পিআইও) রেফাউল আজম, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী তালুকদার, ইউপি চেয়ারম্যান সায়েম সবুজ প্রমূখ। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।