এম রুহুল আমিন প্রধান >
জাতীয় সংসদের স্পিকার ও স্থানীয় সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সম্প্রীতি নষ্ট করতে পরিকল্পিতভাবে একটি মহল পীরগঞ্জের হিন্দু পল্লীতে অগ্নিকান্ড ঘটিয়েছে। ১৯ অক্টোবর দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার করিমপুর গ্রামের মাঝিপাড়া এলাকা পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, মাঝিপাড়ার হামলায় যারাই জড়িত থাকুক, তাদের বিচার নিশ্চিত করা হবে। মাঝিপাড়ায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শনের সময় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অভিযোগ করে বলেন, বিএনপির ছত্রছায়ায় দেশে অরাজকতা সৃষ্টি করছে জামায়াত-শিবির। মাঝিপাড়ায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শনের সময় স্পিকার সঙ্গে ছিলেন রংপুরের জেলা প্রশাসক আহসান হাবীব, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জের পৌর মেয়র তাজিমুল ইসলাম। এছাড়াও সন্ধায় পরিদর্শনে আসেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ।
ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত রোববার রাতে রংপুরের পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নে মাঝিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা চালানো হয়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক পরিবার। এ ঘটনায় ৪২ জনকে আটক করার পর তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, দুটি মামলারই বাদী হয়েছেন পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন। এর মধ্যে একটি মামলা হয়েছে হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের অভিযোগে। এই মামলায় ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় অনেককে আসামি করা হয়েছে। অন্য মামলাটি হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে। এই মামলার একমাত্র আসামি পরিতোষ সরকার (১৫)। তাকে ফেসবুকে ধর্ম অবমাননার মন্তব্য করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এই কিশোরকে সোমবার রাতে জয়পুরহাট থেকে আটক করা হয়। ওসি আরও বলেন, বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা হলেন পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান। আর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক সাদ্দাম হোসেন। রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও সহিংসতার ঘটনায় দুটি মামলার গ্রেপ্তার ৪২ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন