নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান >
দিনাজপুরের নবাবগঞ্জে অপার সম্ভাবনাময় সৌন্দর্য বৃদ্ধি করনে জাতীয উদ্যান আশুরার বিল বাস্তবাযনের জন্য দেশের অন্যতম পর্যটন কেন্দ্র গড়ে তুলতে কাজ শুরু করছে উপজেলা প্রশাসন ।এ লক্ষ্যে শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ অডিটরিযামে এক মত বিনিময সভার আয়োাজন করা হয ।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ সোমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক । সভায় নবাবগঞ্জ জাতীয উদ্যানে দেশের অন্যতম আধুনিক মানের পর্যটন শিল্প গড়ে তুলতে সরকারের সু নজরে আনতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন এস এ আর এম এসোসিয়েটেড লিমিটেড এর ডিরেকশন অপারেশন মাসুম মোহাম্মদ সালাউদ্দিন । এসময় তিনি বড পর্দায় দেশের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র গুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ।সভায সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুজ্জামান সরকারের সঞ্চালনায বক্তব্য রাখেন উপজেলা চেয়াারম্যান মোঃ আতাউর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, থানার ওসি মোঃ ফেরদৌস ওয়াহিদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুছ আলী তালুকদার, মহিলা ভাইস চেযয়ারম্যান মোছাঃ পারুল বেগম, , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেফাউল আজম, ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন প্রমুখ । আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান বলেছেন আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন বাস্তবায়ন করা হলে দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় উদ্যান ও আশুড়ার বিল হতে পারে বেকার শিক্ষিত নারী পুরুষের কর্মসংস্থান।
মন্তব্য করুন