দিনাজপুরের নবাবগঞ্জে বালু ভর্তি ট্রাকক্টরের সাথে আটো বাইক এর সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় বাবা ,ছেলের মৃত্যু

Spread the love


নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে এম রুহুল আমিন প্রধান :
দিনাজপুরের নবাবগঞ্জে শুক্রবার বিকেলে বালু ভর্তি ট্যাক্টরের সাথে অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার ২নং বিনোদ নগর ইউনিয়নের নবাবগঞ্জ থেকে কাঁচদহ সড়কে গাজীপুর নামক স্থানে নবাবগঞ্জ থেকে বালু ভর্তি ট্রাক্টর গতি হারিয়ে পূর্ব জয়দেবপুর থেকে আসা একটি অটোবাইক মুখোমুখি সংঘর্ষ হলে আটোবাইকটি দুমড়ে মুচড়ে পার্শ্বে রাস্তায় পড়ে যায় পরে অটোবাইকে থাকা উপজেলার বল্লভপুর গ্রামের কবিরুল ইসলাম এর পুত্র গুরুতর জখম হয়ে সড়কে মৃত্যু অবস্থায় পড়ে থাকে। অপর দিকে তার বাবা কবিরুল ইসলাম গুরুতর আঘাত প্রাপ্ত হলে স্থানীয়রা তাকে সহ অটো বাইক চালক জয়দেবপুর গ্রামের মেহেরুল ইসলাম (৪০) কে উদ্ধার করে চিকিৎসার জন্য নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য এম আব্দুর রহিম হাসপাতালে রেফার্ড করে। সেখানেই চিকিৎসাধীন থাকা অবস্থায় কবিরুল ইসলাম (৩৫) মৃত্যু বরণ করেছে বলে বল্লভপুর গ্রামের মতিবুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন । এ বিষয়ে যোগাযোগ করা হলে অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ জানান সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে প্রেরন করেছি। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পিতা পুত্রের মৃত্যু হওয়ায় বল্লভপুর গ্রামে কবিরুলের বাড়িতে শোকের মাতম চলছে। পুলিশ ট্রাক্টর ও দুমড়ে মুচড়ে যাওয়া অটোবাইকটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।