এম রুহুল আমিন প্রধান
পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নবাবগঞ্জ থানার আয়োজনে এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ এর নবাবগঞ্জ প্রজেক্ট অফিসের সহযোগিতায় নবাবগঞ্জে “ওপেন হাউজ ডে-২০২১” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ.কে.এম ওহিদুন্নবী। ইসলামিক রিলিফ বাংলাদেশ এর স্কোর প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ডাঃ মোঃ কামরুল ইসলাম এবং প্রজেক্ট অফিসার মোঃ নাজমুল হক এর সঞ্চালনায় বিট পুলিশিং, নারী নির্যাতন প্রতিরোধ ও নির্যাতিত নারীর জন্য সহায়তা সেল, জরুরী সেবা সহ পুলিশের বিভিন্ন সেবার বিষয়ে আলোচনা হয়। এরপরে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন নবাবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাওহীদুল ইসলাম তৌহিদ, নবাবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক আঃ সালাম প্রমুখ। অনুষ্ঠানে সিনিয়র সহকারী পুলিশ সুপার এ.কে.এম ওহিদুন্নবী তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন