নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান >
বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুরের নবাবগঞ্জে খাদ্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষ্যে আভ্যন্তরীন আমন ধান সরাসরি কৃষকদের নিকট থেকে ক্রয় করতে কৃষক বাছাই উপলক্ষ্যে লটারী অনুষ্ঠিত হয়েছে। এসময় নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রয় কমিটির সভাপতি অনিমেষ সোম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হালিমুর রহমান উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান,
গত ৭ নভেম্বর সারা দেশের ন্যায় অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ ২০২১-২০২২ এর আনুষ্ঠানিক ভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্ভোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এম.পি। এর পরেই দিনাজপুরের নবাবগঞ্জে ফিতা কেটে শুভ উদ্ভোধন করেন উপজেলা ধান ক্রয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) কামরুজ্জামান সরকার, উপজেলা খাদ্য নিয়নন্ত্রক মোঃ হালিমুর রহমান, দাউদপুর খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজা আহমেদ, ভাদুরিয়া খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মিলন, মিল মালিক আব্দুল মতিন, মনিরুজ্জামান, অটো মিল মালিক শাহাবুল আলম ফটিক প্রম‚খ। উপজেলা খাদ্য কর্মকর্তা জানান, চলতি আমন মৌসুমে নবাবগঞ্জ উপজেলা থেকে দাউদপুর ও ভাদুরিয়া খাদ্য গোডাউনে সরকারি ভাবে ২৭ টাকা কেজি দরে ১২২০ মে.টন ও ৪০ টাকা দরে ১২৯৪ মে.টন সিদ্ধ চাউল ক্রয় করা হবে।
মন্তব্য করুন