নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে এম রুহুল আমিন প্রধান :
শান্তিপূর্ণ নির্বাচনে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন ৮জন আর শুধুমাত্র ১টি ইউনিয়নে বিজয়ী হয়েছেন নৌকা প্রতিকে। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়াই সমাপ্ত হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন রাতেই ভোট শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষ থেকে ফলাফল সংগ্রহ ও প্রচার করা হয়েছে এতে ১নং জয়পুর ইউনিয়ন ওবায়দুর রহমান (সতন্ত্র),২নং বিনোদনগর ইউনিয়ন নজরুল ইসলাম (সতন্ত্র) ৩নং গোলাপগঞ্জ ইউনিয়ন রাশেদুল কবির (সতন্ত্র), ৪নং শালখুরিয়া ইউনিয়ন তারা মিয়া (সতন্ত্র), ৫নং পুটিমারা ইউনিয়ন আনিছুর রহমান (সতন্ত্র), ৬নং ভাদুরিয়া ইউনিয়ন বাবুল আহসানুল কবির শামিম (আ’লীগ), ৭নং দাউদপুর ইউনিয়ন আহসান হাবিব (সতন্ত্র), ৮নং মাহমুদপুর ইউনিয়ন হাছান মোঃ ছালাহ উদ্দিন (সতন্ত্র) এবং ৯নং কুশদহ ইউনিয়ন আনোয়ারুল আজিম (সতন্ত্র)।তথ্যটি নিচ্ছিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আতাউল হক। যথাক্রমে রিটানিং কর্মকর্তা মোঃ এনামুল হক চৌধুরী , রেজাউল করিম ,তোফাজ্জল হোসেন, তারা জানান সুষ্ঠভাবে ভোট গ্রহন শেষে বিজয়ী প্রার্থীদের মাঝে ফলাফল প্রকাশ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম জানান সরকারের নির্দেশ অনুযায়ী উপজেলার ৯টি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য সাধারন ৮১জন ও সংরক্ষিত নারী সদস্য ২৭জন নির্বাচিত হয়েছেন।
মন্তব্য করুন