এম.রুহুল আমিন প্রধানঃ
দিনাজপুরের নবাবগঞ্জে পাঁচ জয়িতাকে দেয়া হল সংবর্ধনা। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগমে রোকেয়া দিবস 2021 উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় নবাবগঞ্জ দিনাজপুর এর উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারী ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অনিমেষ সোম। এদিকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগমে রোকেয়া দিবস পালন উপলক্ষ্যে নবাবগঞ্জ উপজেলা পরিষদ প্রধান গেটের সামনে নবাবগঞ্জ-বিরামপুর সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন পেশাজীবির নারী -পুরুষ, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের নের্তৃবৃন্দসহ গণমাধ্যমকর্র্মী উপস্থিত ছিলেন।
সার্বিক সহযোগিতায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসার মোঃ শহিদুল ইসলাম নিম্নের পাঁচ ক্যাটাগরিতে সম্বর্ধনা দেওয় হয় তারা হলেন উপজেলার বিভিন্ন পল্লী সমাজের শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে ইসরাত জাহান, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে বেবি নাজনিন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী খাতিজা খাতুন, সফল নারী ক্যাটাগরিতে জাকিয়া বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে মৌসুমী বেগম। সংবর্ধনা শেষে জয়িতাদের সম্মান্ননা সনদ, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম।
Scroll
মন্তব্য করুন