নবাবগঞ্জ (দিনাজ পুর) থেকে এম রুহুল আমিন প্রধান।
১০ই ডিসেম্বর রাত আড়াইটায় দিনাজপুরের নবাবগঞ্জ ৯ নং কুশদহ ইউনিয়নের পলি মির্জাপুর গ্রামের আবু সোয়েব মোঃ সজল এর পুকুরে জাল টেনে মাছ চুরি করার সময় ৫ জন কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে নবাবগঞ্জ থানা পূলিশ।এরা হলো শ্রী শ্যামল চন্দ্র দাস(৪৫), পিতা-মৃত ধীরেন চন্দ্র, শ্রী মিলন চন্দ্র দাস(২৮), পিতা-শ্রী বিনোদ চন্দ্র দাস, উভয় সাং- বৈরামপুর চান্দামারী ,মোঃ সাদেকুল ইসলাম(৩৬), পিতা -মৃত শফিকুল ইসলাম, সাং- বালুয়াভাটা প্রফেসরপাড়া, শ্রী রতন চন্দ্র দাস (৩৬),পিতা-শ্রী লালু দাস, শ্রী নীল চান দাস(৩২), পিতা-মৃত দুলাল চন্দ্র দাস, সাং- চান্দামারী নরসুন্দর পাড়া, সর্ব থানা- বদরগঞ্জ, জেলা- রংপুরগনকে ৩৭ কেজি রুই মাছ, ২০ কেজি তেলাপিয়া মাছ, মাছ ধরার সরঞ্জাম এবং একটি মহেন্দ্র পিকআপ সহ পুকুরের পাহারাদার ও স্থানীয় লোকজন আটক করে নবাবগঞ্জ থানা পুলিশকে সোপর্দ করে।ধৃত আসামী ও জব্দকৃত মালামাল সহ থানায় হাজির হলে নবাবগঞ্জ থানার মামলা নং ৫/২৯৭, তাং-১০/১২/২০২১ ইং রুজু করা হয়েছে বলে ওসি জানান।
মন্তব্য করুন