নবাবগঞ্জে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্রের ফ্যামিলি প্যাকেজ বিতরণ ।

Spread the love

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম.রুহুল আমিন প্রধানঃ
দিনাজপুরের নবাবগঞ্জে শীতবস্ত্র বিতরণ প্রোগ্রামের প্রথম দিন ২৫৬ টি পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সর্বমোট ৯০০ পরিবারের মাঝে এই শীত বস্ত্র প্যাকেজ বিতরণ করা হবে। বেসরকারি সংস্থা “ইসলামিক রিলিফ বাংলাদেশ” এ শীতবস্ত্র বিতরণ করেন । মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাঃসম্পাদক মোঃ আতাউর রহমান। ইসলামিক রিলিফ বাংলাদেশ এর নবাবগঞ্জ প্রকল্প অফিসের প্রজেক্ট অফিসার মোঃ নাজমুল হক জানান, উপজেলার ৮ নং মাহমুদপুর ইউপির হতদরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শীতার্থদের অগ্রাধিকারের ভিত্তিতে ২৫৬ টি পরিবারের সদস্যদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রতি পরিবারকে ৫টি করে শীতবস্ত্র (২টি কম্বল, ২টি চাদর ও ১টি সোয়েটার) দেয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার গোলাপগঞ্জ এবং কুশদহ ইউপিতে বিতরণ করা হবে। এ সময় ইউপি চেয়ারম্যান মোঃ রহিম বাদশা, নব-নির্বাচিত চেয়ারম্যান হাসান সালাউদ্দিন মোঃ মাসুম, মহিলা লীগের সভানেত্রী মোছাঃ হোসনে আরা বেবি এছাড়াও ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রজেক্ট কর্মকর্তা পপি আক্তার, সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সহকারি মাঠ কর্মকর্তা আহসান হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন । বিতরণ শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেছেন- শীতার্থ মানুষের পাশে ইসলামিক রিলিফ বাংলাদেশ প্যাকেজ ভিত্তিক যে শীত বস্ত্র বিতরণের র্কাযক্রম গ্রহণ করেছে তা প্রশংসার দাবীদার।

Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।