নবাবগঞ্জে শালখুরিয়া ও দাউদপুর ইউনিয়ন পরিষদে বরণ I

Spread the love


নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান
রোববার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া ও দাউদপুর ইউনিয়ন পরিষদে নব নির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করার পর প্রথম সভার মধ্য দিয়ে বরণ অনুষ্ঠান শেষে দায়িত্ব ভার গ্রহণ করলেন। দুপুর ১২টায় ৪নং শালখুরিয়া ইউনিয়ন পরিষদে বিপুল ভোটে নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ তারা মিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে প্রথম সভার মধ্য দিয়ে বরণ অনুষ্ঠান হয়েছে। প্রাক্তন ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক এর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ তারা মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বেলাল, নব নির্বাচিত ইউপি সদস্য মোহাররম হোসেন। এছাড়াও উপজেলার ৭নং দাউদপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আহসান হাবিব সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে নির্বাচিত সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যদের নিয়ে প্রথম সভা শেষে তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন ইউনিয়ন বাসী। উল্লেখ্য ২৮ নভেম্বর ২০২০ইং তারিখে নবাবগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আলোচনায় শালখুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ তারা মিয়া বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত একটি মডেল ইউনিয়ন পরিষদ গঠন করার জন্য ইউনিয়ন বাসীর সহায়তা কামনা করেছেন তিনি। এছাড়াও সরকারি ভাতা প্রকৃত হকদার নারী পুরুষদের মাঝে সরকারি বিধি অনুযায়ী বিতরণ করা হবে। ইউপি সদস্য মোহাররম হোসেন বলেছেন, টাকার বিনিময়ে ভাতা বানিজ্য বন্ধ করার জন্য ইউপি সদস্য হয়েছি। নির্বাচিত হবার পর তিনি তার নিজ অর্থায়নে এলাকায় সাহায্য সহায়তা করে যাচ্ছেন। এদিকে ৭নং দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ
আহসান হাবিব  , ইউনিয়ন পরিষদের গুরুদায়িত্ব পালনে সকলের সহায়তা কামনা করেছেন।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।