নবাবগঞ্জে নারীর ক্ষমতায়নে দৃষ্টান্ত মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম

Spread the love

স্টাফ রিপোর্টার

নারীর ক্ষমতায়নে দৃষ্টান্ত হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম। উপজেলার ৪নং শালখুরিয়া ইউনিয়নের পচাকরঞ্জী গ্রামে জন্মগ্রহণ করেন নারী নেত্রী পারুল বেগম। ছোটবেলা থেকেই জীবন যুদ্ধে জয়ী পারুল নবাবগঞ্জ উপজেলা পরিষদের দুই বারের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান। ২০১৪ সালে প্রথম নির্বাচিত হন তিনি এরপর ২০১৯ সালে পুনরায় নির্বাচিত হন তিনি। এছাড়াও নবাবগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পরে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। দিনাজপুর ৬ আসনের এমপি মোঃ শিবলী সাদিকের সহায়তায় উপজেলা সদরে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি এছাড়াও শালখুরিয়া দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। যে বিদ্যালয়ে শিক্ষার্থী পারুল বেগম সেই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।  ১ ফেব্রুয়ারী শালখুরিয়া বিদ্যালয়ের তার শিক্ষক মোঃ শহিদুল ইসলাম কে বিদায়ী সংবর্ধনায় পুরষ্কার তুলে দেন শিক্ষার্থী ও ভাইস চেয়ারম্যান পারুল বেগম। এসময় ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যন্য সদস্য ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন, ৪নং শালখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তারা মিয়া উপস্থিত ছিলেন।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।