নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান।
দিনাজপুরের নবাবগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে আন্ত-জেলার ট্রান্সফর্মার চুরির সঙ্গবদ্ধ চক্রের মূলহোতা শাহজাহান আলীকে (৩৫) আটক করেছে থানা পুলিশ। এসময় তার দেখানো মতে বিভিন্ন জায়গা থেকে ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। গতকাল বুধবার রাতে উপজেলার গোলপগঞ্জ ইউনিয়নের হরিপুর নামক গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) ফেরদৌস ওয়াহিদ। আটককৃত শাহজাহান আলী (৩৫) নবাবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের সফিজ উদ্দিনের ছেলে।j নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন,আটককৃত শাহজাহান তার নিজ থানা এবং বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ট্রান্সফর্মার চুরি করে। বিভিন্ন সময় তার দলের অন্য সদস্যরা আটক হলেও ধরাছোঁয়ার বাহিরে থাকে। সে উত্তরবঙ্গের একটি সক্রিয় ট্রান্সফর্মার চোর চক্রের প্রধান বলে জানা যায়। গোপন তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় চুরি হওয়া ট্রান্সফর্মার উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, আটককৃত ব্যক্তি রংপুর, গাইবান্ধা, বগুড়া জেলার বিভিন্ন থানায় সে সাতটি ট্রান্সফর্মার চুরির মামলার এজাহারভুক্ত পলাতক আসামী।পরে তাকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ পুলিশ স্কটের মাধ্যমে আজকে দুপুরে দিনাজপুর বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হয়।
মন্তব্য করুন