এম রুহুল আমিন প্রধান
দিনাজপুরের নবাবগঞ্জে বাঁশ বেতের শিল্পকে ধরে রাখতে মাহালী সম্প্রদায়ের শ্রমিকদের নিয়ে ৭দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর আর্থিক সহায়তায় ওই কর্মশালার উদ্ভোধন ঘোষণা করেন নবাবগঞ্জ উপজেলা পরিষরে চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জানান, উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ৭দিন ব্যাপী উপজেলার গ্রামীণ মহিলাদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে বাঁশ ও ঁেবতের মালামাল তৈরী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা অফিসের বাস্তবায়নে ৭দিন ধরে চলবে এ প্রশিক্ষণ। উপজেলা পরিষদের চেয়ারম্যান জানান, জাইকার অর্থায়নে নবাবগঞ্জ উপজেলার বিপুল সম্ভাবনাময় আম উৎপাদন, সংরক্ষণ ও বিদেশে রপ্তানী করতে এ প্রকল্পের অর্থায়নে মাহমুদপুর ফল সমবায় সমিতি লিঃ এর সদস্যদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। এর কারণে চলতি মৌসুমে বাঁশ, বেত কারিগরদের উন্নয়ন সহ এ প্রশিক্ষণ গ্রহণ করে ফল উৎপাদনে উৎসাহ যোগাবে প্রশিক্ষণ কর্মশালা।
মন্তব্য করুন