জয়পুরহাট পুলিশের হাতে মটর সাইকেল ও মিটার চোর চক্রের ১১ সদস্য গ্রেফতারI

Spread the love

জয়পুরহাট প্রতিনিধিঃ ওমর আলী বাবু >
জয়পুরহাটে বৈদ্যুতিক মিটার ও মটর সাইকেল চুরির হিরিকে সাধারন মানুষ আতঙ্কিত হয়ে পরলে নড়ে চড়ে বসে পুলিশ। এ ব্যাপারে তথ্য, প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মিটার চোর চক্রের ৭ ও মটর সাইকেল ছিনতাই ও চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঁঞা। এ সময় উপস্থিত বিভিন্ন স্তরের পুলিশ সদস্য ছাড়াও স্থানীয় গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

গ্রেফতারকৃত মিটার চোর চক্রের সদস্যরা হলেন, জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রামের আব্ধুস সামাদ ফকিরের ছেলে মাহফুজার রহমান @ সাদ্দাম (৩০), একই উপজেলার কাথাইল গ্রামের মামুনুর রশিদের ছেলে জয়নাল হাজারী @ মফিজুল (৩৭), মাত্রাই গ্রামের আব্দুর রহমানের ছেলে জাকারিয়া (২৪), একই গ্রামের মিনহাজুলের ছেলে আরিফ শেখ (২০), ময়নুল ইসলামের ছেলে সুজাউল মিয়া (২০), দেওগ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে আঞ্জুমান (৩৫) ও হাট শিকা গ্রামের বলরাম চন্দ্রের ছেলে কানাই চন্দ্র মহন্ত (৪২) এবং মটর সাইকেল চোর চক্রের সদস্যরা হলেন, পাঁচবিবি উপজেলার ফকির পাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে তুহিন হোসেন (২১), একই এলাকার আতোয়ারের ছেলে নাদিম হাসান (১৯), আমজাদ হোসেনের ছেলে শাওন হোসেন (২৫) ও মন্সিপাড়া গ্রামের আতিকুজ্জামান রিপনের ছেলে লাবিব হাসান (২০)

পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন ধরে জেলাসহ পাশর্^বর্তী বিভিন্ন এলাকায় পল্লী বিদ্যুতের বানিজ্যিক ও সেচ পাম্পের মিটার চুরি করে গ্রহাকদের জিম্মি করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়ে আসছিলেন। এ ছাড়া মটর সাইকেল চোর ও ছিনতাইকারীরা যে কোন মটর সাইকেল ষ্টার্ট করার উপযোগী চাবী তৈরী করে জেলাসহ পাশর্^বর্তী কয়েকটি জেলায় মটর সাইকেল চুরি ও ছিনতাই করে আসছিলেন। এমন অভিযোগ ও মামলার ভিত্তিতে তথ্য, প্রযুক্তি ও গোপন সংবাদ পেয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৪ জন মটর সাইকেল চোর ও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে মিটার চোর চক্রের আরো ৭ সদস্য গ্রেফতার করে।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।