দিনাজপুরের নবাবগঞ্জে নারী উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন ২৫০ জন নারী I

Spread the love

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান
গ্রামের সুবিধা বঞ্চিত নারীদের কর্মসংস্থান সৃষ্টি করতে দিনাজপুরের নবাবগঞ্জে নারী উদ্যেক্তাদের বিকাশ সাধনে চলছে প্রশিক্ষণ কর্মশালা। ‘তৃণম‚ল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন’ শিরোনামের প্রকল্পটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় মহিলা সংস্থা বাস্তবায়ন করছে। উপজেলার বেকার শিক্ষিত নারীরা প্রযুক্তি ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি করতে এবং উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে ৫টি ট্রেডে ২৫০ জন নারী গ্রহণ করছেন প্রশিক্ষণ। নবাবগঞ্জ উপজেলার তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তা বিকাশ সাধনে উদ্যোগ নেয় জাতীয় মহিলা সংস্থা। অনলাইন আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই শেষে নারীরা ট্রেনিং সেন্টারে নিচ্ছে প্রশিক্ষণ। গত সোমবার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান এবং নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম প্রশিক্ষণ সেন্টার পরিদর্শন করেন। পরে ওই কেন্দ্রের প্রশিক্ষণ কর্মকর্তা রাশিকা পারভীন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান। এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলমগীর, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনেআরা বেবি, উপজেলা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক ওয়ায়েস কুরুনী, এছাড়াও বিউটিফিকেশন ট্রেইনার নাজমিন নাহার নাহিদা, ক্যাটারিং ট্রেইনার মনি বেগম, ফ্যাশন ডিজাইন ট্রেইনার নাজমা খাতুন, ইন্টিরিয়র ডিজাই এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ট্রেইনার আহসান হাবিব, বিজনেস ম্যনেজমেন্ট ট্রেইনার নাসরিন সুলতানা প্রমূখ। আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, সরকার নারীদের কর্মসংস্থান সৃষ্টি করে নতুন ভাবে উদ্যোক্তা সৃষ্টি করতে যুগপোযোগী প্রযুক্তি ভিত্তিক ট্রেনিং এর মাধ্যমে নারী উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আপনারা যারা প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন সঠিক ভাবে প্রশিক্ষণ নিয়ে নারীর ক্ষমতায়নে সমাজে বড় অবদান রাখতে হবে। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনার ক্ষেত্রে তিনি সার্বিক ভাবে সহায়তা করবেন বলে জানান। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম বলেছেন, একজন নারী ঘরে বসে না থেকে নতুন উদ্যোমে প্রশিক্ষণ নিয়ে বাস্তব জীবনে এর প্রতিফলন ঘটিয়ে পরিবারে আর্থিক স্বাবলম্বী সহ সমাজ রাষ্ট্রে বড় ধরণের অবদান রাখতে পারে। উপজেলা পরিষদের (সাবেক ভাইস চেয়ারম্যান) শাহ আলমগীর জানান, সরকার কোন নারীকেই সমাজে বসে রাখবে না সঠিক প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে প্রত্যেকেই বড় ধরণের অবদান রাখবে। উপজেলা মহিলা আ’লীগের সভাপতি জানান, এ প্রশিক্ষণের মাধ্যমেই নারীর আর্থিক উপার্যন সহ সমাজে বিভিন্ন ভাবে সম্মানিত হবে। প্রশিক্ষণ কর্মকর্তা রাশিকা পারভীন জানান, এটা প্রথম ব্যাচ, এখানে ২৫০জন নারী ৫টি ট্রেডে প্রশিক্ষণ নিচ্ছে। এ ব্যাচ সমাপ্ত হলে পরবর্তী ব্যাচের কার্যক্রম অনলাইনে আবেদন গ্রহণ করে সুফলভোগী নির্বাচন করা হবে।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।