নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ১৭মার্চ জাতীয় শিশু দিবস, ২৫মার্চ গণহত্যা দিবস এবং ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় ২০২২ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় পরিষদের সম্মেলন কক্ষে এ সভা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোম এর সভাপতিত্ব করেণ।ভায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, নবাবগঞ্জ কারিগরি কলেজের অধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল , উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মাসুদা মৌসুমি, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, , বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, হাসান আলী, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক শাহ জিয়াউর রহমান মানিক , ইউপি চেয়ারম্যান তারা মিয়া, আহসান হাবিব, হাসান মোঃ সালাউদ্দিন, আহসানুল কবির শামিম বিভিন্ন দপ্তরের প্রধান ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের প্রধানগন। সভায় যথাযোগ্য মর্যাদায় দিবস পালনের ব্যপক ও বিস্তর কর্মসুচি গ্রহন করা হয়।
মন্তব্য করুন