ঘোড়াঘাট পুরাতন ব্যাটারির দোকানে দুর্ধর্ষ চুরি I

Spread the love

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে একটি পুরাতন ব্যাটারির দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বুধবার দিবাগত রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়ক সংলগ্ন উপজেলার রাণীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রতিদিনের মত বুধবার রাত সাড়ে ৮টায় কশিগাড়ী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আব্দুল কাদের দোকানে তালা দিয়ে বাড়ি যান।বৃহস্পতিবার সকালে দোকান মালিক আব্দুল কাদের লোক মারফতে জানতে পারে তার দোকানে তালা ভেঙ্গে চুরি করা হয়েছে।তিনি এসে দোকানের ভিতরে গিয়ে দেখেন প্রায় সাড়ে ৯ টন পুরাতন পাউডারের ব্যাটারী, পুরাতন পানির ব্যাটারী দেড় টন, মোটসাইকেলের ব্যাটারী ৩’শ কেজি ও ২০ কেজি ওজনের একটি পিতলের বস্তা চুরি করে নিয়ে গেছে চোরেরা।এ ব্যাপারে দোকানের মালিক আব্দুল কাদের বলেন, সিসি ক্যামেরার হার্ডডিস্ক সহ চুরি হয়ে যাওয়া মালামালের আনুমানিক মূল্য ১৮ লক্ষ টাকা।ঘটনাটি ঘোড়াঘাট থানা পুলিশকে অবগত করলে ঘোড়াঘাট হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম ও ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাণীগঞ্জ বাজার হাটের নাইট গার্ড মোঃ শফিকুল ইসলাম নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়।দোকান মালিক আব্দুল কাদের জানান, এ চুরির সঙ্গে শফিকুল সম্পূর্ণরুপে জড়িত। এ সব মালামাল গুলো ট্রাকে তুলতে কমপক্ষে ৩ঘন্টা সময় লেগেছে চোরদের।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি মোঃ আবু হাসান কবির বিষয়টি নিশ্চিত করে জানান, এ দুর্ধর্ষ চুরির ঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।