ঘোড়াঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান  I

Spread the love

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে অগ্নিকাণ্ডের ঘটনায় বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে।
বৃহস্পতিবার (৩১মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দামোদরপুর শৌলা গ্রামের মোজাম্মেল হকের ছেলে রিপন মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দরিদ্র দিনমজুর রিপন মিয়ার বাড়িঘর ও আসবাবপত্র সহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবারসূত্রে জানা যায়, রাতে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়লে কোনো এক সময় ঘরে আগুন ধরে যায়। পরিবারের লোকজন আগুন লাগা অনুভব করতে পেরে তাড়াতাড়ি ঘরের বাহিরে বের হয়ে আসেন। এ সময় বাড়ির বিভিন্ন আসবাবপত্র সহ আনুমানিক ৩  লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘরে লাগনো মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে  আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করেছেন পরিবারের লোকজন।
শুক্রবার বিকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দিন মজুর রিপনের পুড়িয়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা।
এ সময় তার সঙ্গে ছিলেন  বুলাকীপুর ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকার ও বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান সহ আরো অনেকে।

Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।