মোঃ রেজওয়ানুর রহমান শুভ
নবাবগঞ্জে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় বে-সরকারী সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্প) এর আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার অনিমেষ সোম। আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশারাত জাহান, পুলিশ পরিদর্শক (তদন্ত) তাওহীদুল ইসলাম তৌহিদ, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে, তরা মিয়া, আহসান হাবিব, ব্রাক সেল্প এর জেলা ব্যবস্থাপক উত্তম কুমার বিশ^াস, দিনাজপুর লিগ্যাল এইড ও ভাউসি এর ডেপুটি ম্যানেজার সেলিম রেজা, ব্রাক সেল্প প্রকল্পের নবাবঞ্জ শাখার অফিসার মোঃ শহিদুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান। এতে অংশ গ্রহণ করেন সরকারী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি, নিকাহ রেজিষ্ট্রার, যুবক-যুবতী ও গণমাধ্যমকর্মী। উপজেলা নিবার্হী অফিসার জনসচেতনতা বড়ানো ও বাল্য বিয়ে প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
মন্তব্য করুন