নবাবগঞ্জ (দিনাজপুর)থেকে এম রুহুল আমিন প্রধান :
৮ জুন বুধবার বিকেল ৪ টায় দিনাজপুরের বিরামপুরে শব্দদ‚ষণ নিয়ন্ত্রণে সমম্বিত ও অংশীদারিত্ব ম‚লক প্রকল্প’ এর আওতায় সরকারি পেশাজীবি, পরিবহন চালক, সাংবাদিকদের নিয়ে শব্দদ‚ষণ নিয়ন্ত্রের সমম্বিত ও অংশীদারিত্বম‚লক প্রকল্প পরিবেশ অধিদপ্তর এর আয়োজনে বিরামপুর উপজেলা পরিষদ হলরুমে সচেতনতাম‚লক এক দিনের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে শব্দদ‚ষণ নিয়ন্ত্রণে সচেতনতা ম‚লক প্রশিক্ষন কমশালায় প্রধান অতিথি বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক হুমায়ুন কবীর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, দিনাজপুর জেলা সিভিল সার্জন এর প্রতিনিধি ডা. বোরহান উল ইসলাম ছিদ্দিকী, বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম, বিরামপুর পৌর মেয়র আক্কাস আলী, রংপুর বিভাগ পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, দিনাজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আসলাম উদ্দিন, বিরামপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী। অনুষ্টানে বক্তারা শব্দদুষন নিয়ন্ত্রনের জন্য শব্দদুষন নিয়ন্ত্রন আইন ২০০৬ সঠিক ভাবে বাস্তবায়ন এবং সকলকে সচেতন করতে প্রশিক্ষনের ব্যবস্থা করার দাবি জানান। এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী সরকারি পেশাজীবি, পরিবহন চালক, সাংবাদিকসহ ২০০ জন অংগ্রহণ করেন।
মন্তব্য করুন