মোঃ রেজওয়ানুর রহমান শুভ
১৬ জুন দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ও উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে আনসার ভিডিপি সমাবেশ হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম এর সভাপতিত্বে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রেজেনা পারভীন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ভিডিপির দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মোঃ হাছান আলী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, ঘোড়াঘাট উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফারুক হোসাইন, উপজেলা টি আই মোর্শেদ জামিল প্রমূখ। সমাবেশ শেষে উপজেলা পর্যায়ে বিশেষ কাজের স্বীকৃতি সরুপ বাইসাইকেল, ছাতা, টচ লাইট, প্লেট, ঘড়ি বিতরণ করা হয়। জেলা কমান্ড্যান্ট বলেছেন, আনসার ভিডিপির আইন শৃঙ্খলা দেশে বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে উল্লেখযোগ্য ভুমিকা পালন করছে আনসার ভিডিপি পুরুষ ও নারী সদস্যরা। প্রধান আলোচক মোঃ আতাউর রহমান বলেন, জাতীয় সংসদ ও ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন নির্বাচনে সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালনের জন্য আনসার ভিডিপি সদস্যদের আহবান জানান। পরে উপজেলার প্রত্যেকটি আনসার ভিডিপি নারী পুরুষ সদস্যদের মাঝে বজ্রপাত সহনীয় ১টি করে তাল গাছের চারা তুলে দেন প্রধান অতিথি।
মন্তব্য করুন