মোঃ রেজওয়ানুর রহমান শুভ
উপজেলা পর্যায়ে বৃহত্তর ঐক্য সৃষ্টির জন্য সমমনা সংগঠন সিবিও এবং ফেডারেশনের সাথে নেটওয়ার্ক বিষয় নিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল সাড়ে ১১টায় নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ) এর ইন্ট্রিগ্রেটেড প্রোগ্রাম ফর কমিউনিটি ক্যাপাসিটি বিল্ডিং- আইসিসিবি এর আয়োজনে উপজেলা আদিবাসি একাডেমিতে আলোচনা সভা এনডিএফ আইসিসিবি প্রোজেক্ট এর প্রোগ্রাম অফিসার মনোরঞ্জন সাহা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ নাসিমুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, নবাবগঞ্জ কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম, এনজিও ল্যাম্ব এর প্রতিনিধি গ্রাবিয়েল কিসকু, উপজেলা আদিবাসী ফেডারেশনের সভাপতি মিকাইল টুডু প্রমূখ। মত বিনিময় সভায় এনজিও’র কার্যক্রম মানুষের দোড়গোড়ায় পৌছে দেয়ার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এসময় বিভিন্ন এনজিও প্রতিনিধি, এনডিএফ এর গ্রাম উন্নয়ন পরিষদ এর বিভিন্ন স্তরের নারী পুরুষ সদস্য, ব্যবসায়ী নেতা সহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন