সাঁওতালদের অধিকার আদায়ের দাবীতে দিনাজপুরের নবাবগঞ্জে আলোচনা সভা I

Spread the love


নবাবগঞ্জ (দিনাজপুর)থেকে এম রুহুল আমিন প্রধান :
দিনাজপুরে নবাবগঞ্জে ১৬৭তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা অডিটোরিয়াম চত্বরে সিদু-কানুর ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলার নৃ-গোষ্ঠি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মিকায়েল টুডু এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর ০৬ আসনের সাংসদ সদস্য এমপি শিবলী সাদিকের পক্ষে উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সায়েম সবুজ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম ও উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি স্যামল মারডি সিসিডিবির কর্মকর্তা পাত্রাস মুর্মুর প্রমুখ। এতে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম বলেন, মহান মুক্তিযুদ্ধে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ভূমিকা জাতির কাছে অবশ্যই চির স্মরণীয় হয়ে থাকবে। যুগে যুগে আদিবাসীদের আত্মত্যাগ আমাদের প্রেরণা জোগায়। এবং সরকারের যে সুযোগ সুবিধা সেগুলো পর্যায় ক্রমে তা দেয়া হচ্ছে। উল্লেখ্য যে, বৃটিশ সৈন্য ও তাদের দোসর অসৎ ব্যবসায়ী, মুনাখোর ও মহাজনদের অত্যাচার নিপীড়ন ও নির্যাতনের হাত থেকে নিজেদের রক্ষা করতে ১৮৫৫ সালের ৩০ জুন যুদ্ধ শুরু করেন সাঁওতালরা। সে যুদ্ধে প্রায় ১০ হাজার সাঁওতাল যোদ্ধা মারা যান। সাঁওতালদের অধিকার আদায় ও সেই যুদ্ধে নিহত যোদ্ধাদের স্মরণ করতে দিনটিকে ঘিরে প্রতিবছর সাঁওতালরা নানা কর্মসুচীর মধ্য দিয়ে সান্তাল বিদ্রোহ দিবস পালন করে থাকে।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।