দিনাজপুরে ৫৫১ গ্রাম হেরোইনসহ ০২ জন কে আটক  করেছে র‍্যাব-১৩ I

Spread the love

মিজানুর রহমান জীবন, নিজস্ব প্রতিবেদকঃ
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অপহৃত ভিকটিম উদ্ধার, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
 ফ্লাইট লেফটেন্যান্ট সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত সাংবাদিকদের নিকট পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, র‍্যাব-১৩ এর গোয়েন্দা দল তথ্য পায় যে, রেলওয়ে স্টেশন এলাকায় কিছু মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হেরোইনসহ অবস্থান করছে। এরই ধারাবাহিকতায় ০৪ জুলাই ২০২২ খ্রিঃ রাতে র‍্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন পার্বতীপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৫৫১ গ্রাম হেরোইনসহ ১। মোহাম্মদ আলী (২৪) এবং মোঃ রিয়াজ (৩০), উভয় থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুদ্বয়কে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দিনাজপুর জেলার পার্বতীপুর রেলওয়ে থানায় র‍্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।