নবাবগঞ্জে বেকার দরিদ্র নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ

Spread the love

মোঃ রেজওয়ানুর রহমান শুভ

দিনাজপুরের নবাবগঞ্জে ৪ জুলাই সোমবার দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে নারী উন্নয়ন ফোরামের বরাদ্দ থেকে ১১জন অসহায় ও বেকার দরিদ্র নারীদের মধ্যে এডিপির অর্থায়নে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম, স্বপ্নপুরীর স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন, ভাদুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল হক খোকা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম ও উপজেলা মহিলা আওয়ামীগের সভাপতি মোঃ হোসনেয়ারা বেবি, উপজেলা আওয়ামীগের সহ সভাপতি মোঃ আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহ আলমগীর, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মিলন প্রমুখ । উপজেলা নিবার্হী অফিসার অনিমেষ সোম জানান, উপজেলার বেকার দরিদ্র নারীদের খুজেঁ বের করে তাদের মাঝে এসব সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। ১১ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সর্বমোট ২৭ জনের মাঝে এই সেলাই মেশিন বিতরণ করা হবে। এতে ব্যয় হয়েছে ২ লাখ ৫৪ হাজার টাকা।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।