বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন এর দাফন সম্পন্ন

Spread the love

স্টাফ রিপোর্টার

বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মাস্টার গত সোমবার দুপুর ২ টায় নিজ বাসভবনে অসুস্থজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বরেণ্য ও বর্ষীয়ান এ রাজনীতিবিদ ও শিক্ষাবিদ দীর্ঘ ৩৩ বছর যাবৎ বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে অত্যন্ত সৎ ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। এসময় তিনি ৩ পুত্র ও ৪ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দিনাজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন। এছাড়াও হাকিমপুর (হিলি) উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বিরামপুরের একইর মঙ্গলপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন।
বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বের পূর্বে আহবায়ক ছিলেন। কাটলা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালিন প্রধান শিক্ষক, আমানুল্লাহ্ আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ছিলেন। এছাড়াও বিরামপুর মহিলা কলেজ প্রতিষ্ঠাকালিন অর্থদানসহ গ্রামের বাড়ি পারগোবিন্দপুর মহব্বতুল্লাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে অত্রাঞ্চলে বহু সামাজিক উন্নয়নে অবদান রাখেন। মরহুমের ১ম জানাযার নামাজ ৫জুলাই মঙ্গলবার সকাল ১০ টায় বিরামপুর সরকারি কলেজ মাঠে এবং মুকুন্দপুর ইউনিয়নের পারগোবিন্দপুর গ্রামে বেলা ১১ টায় ২য় জানাযার নামাজের পর পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হয়। মরহুমের জানাযার নামাযে দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সহ জেলা, উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।