ঈদ আনন্দে ঘুরে আসি দিনাজপুরের নবাবগঞ্জের কাঠের সেতু, স্বপ্নপূরী, সীতার কুঠুরী, কাঁচদহ সেতু

Spread the love

এম রুহুল আমিন প্রধান
আসন্ন বছর পরিক্রমায় ফিরে এসেছে ঈদুল আযহা। আর এ ঈদের আনন্দ উৎসবে ঘুরে আসি দিনাজপুরের নবাবগঞ্জের কাঠের সেতু, স্বপ্নপূরী, সীতার কুঠুরী, কাঁচদহ সেতু। দেশের যেকোন স্থান থেকে প্রথমে বিরামপুর থেকে ঢাকা মোড় হয়ে নবাবগঞ্জ গামী সড়কে শওগুন খোলা গ্রামের পূর্ব-উত্তরে প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম পরিবেশে সাজানো শালবন পার হলেই চোখে পড়বে শালবনের মাঝে আশুরাড় বিল। সেখানেই কাঠের সেতু, জাতীয় উদ্যান রয়েছে। শালবন আর আশুরাড় বিল পর্যটকদের আকৃষ্ট করে তুলবে। ইতোমধ্যেই স্থানীয় প্রশাসন নিরাপত্তা সহ কাঠের সেতুর সংস্কার কাজ শুরু করেছে। স্বপ্নপূরী দেশের একমাত্র বিশাল জমির আয়তন এলাকা নিয়ে গড়ে উঠেছে বেসরকারি পর্যটন কেন্দ্র স্বপ্নপূরী। আসার পথ বিরামপুর ঢাকামোড় হয়ে সরাসরি পূর্ব উত্তর দিকে নবাবগঞ্জ বাসষ্ট্যান্ড থেকে উত্তরে যেতে পারবেন স্বপ্নপূরীতে। অন্যদিকে ফুলবাড়ী ঢাকা মোড় থেকে পূর্ব দিকে এক রাস্তায় আফতাবগঞ্জ বাজার হয়ে দেখা মিলবে স্বপ্নপূরী। সীতার কুঠুরী: বিরামপুর ঢাকা মোড় থেকে পূর্বে নবাবগঞ্জ সড়কে মহেষপুর গ্রাম পার হয়ে উত্তরে ২০০ গজ উত্তরে দেখা পাবেন ঐহিহ্যবাহী সীতার কুঠুরী। কাঁচদহে করতোয়া নদীতে নির্মিত হয়েছে ড. ওয়াজেদ মিয়া সেতু। তার পূর্ব পার্শে ড. ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। ব্রীজের পার্শে টেক্সটাইল কলেজ সংলগ্ন করতোয়া নদীর পাড়টি দর্শনার্থীদের দেখার জন্য পাথরের ব্লক স্থাপন করে করা হয়েছে দৃষ্টিনন্দন। নবাবগঞ্জ সদর থেকে সোজা পূর্বে গেলেই দেখা পাওয়া যাবে ড. ওয়াজেদ মিয়া সেতু। চলুন না এই ঈদের আনন্দ উৎসবে ঘুরে আসি পর্যটন কেন্দ্র গুলো থেকে।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।