মোঃ রেজওয়ানুর রহমান শুভ
১৯ জুলাই মঙ্গলবার বিকেলে নবাবগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে (২য় ধাপে) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্ভোধন উপলক্ষে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দের সাথে মত বিনিময় সভা এবং প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং ও মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম। ব্রিফিংয়ে সংশ্লিষ্টরা জানান, মুজিবশত বর্ষ উপলক্ষে আগামী ২১ জুলাই প্রধান মন্ত্রী শেখ হাসিনা নবাবগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করবেন। ওই দিন উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। তারা বলছেন, তিন ধাপে এই উপজেলায় ১ম পর্যায়ে ২০২০-২১ অর্থ বছরে ২৭৬টি, ২য় পর্যায়ে ২০২০-২১ অর্থ বছরে ৪০০টি, ৩য় পর্যায়ে ২০২১-২২ অর্থ বছরে ৩১৫টি মোট ৯৯১ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়ন প্রকল্পের আওতায় জায়গাসহ ঘর নির্মান করে দেয়া হয়েছে। ওই সভায় প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন