মোঃ রেজওয়ানুর রহমান শুভ
দিনাজপুরের নবাবগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে এবং অপচয় রোধে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ জুলাই দুপুর ১টায় উপজেলা পরিষদ সভাকক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নবাবগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোঃ বনিয়ার রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, ইউপি চেয়ারম্যান আনোয়ারুল আজিম, রাশেদুল কবির রাজু, তারা মিয়া, আনিসুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান। সভায় উপজেলা নির্বাহী অফিসার জানান, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিদিন রাত ৮ টার পর সকল দোকান পাট বন্ধ রাখার সিদ্ধান্তে উপজেলার বিভিন্ন হাটবাজারে সরকারের এ নির্দেশনা বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি সহ যারা আইন অমান্য করবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে। ইতোমধ্যেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে এলকাভিত্তিক মাইকিং এর মাধ্যমে সরকারের নির্দেশ মানার জন্য প্রচারণা অব্যাহত থাকবে। এদিকে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর উদ্যোগে বিদ্যুৎ সাশ্রয়ী সহ বেশ কিছু বিষয় নিয়ে প্রাচারপত্র (লিফলেট) বিতরনেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম জানান, এ সিদ্ধান্ত মানতে গিয়ে কোন গুজবে কান দেবেন না। মসজিদে নামায পড়া অবস্থায় এসি চালু থাকবে, অফিসে দিনের বেলা দরজা জানালা খোলা রেখে বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে। শুধু জরুরী ঔষুধের দোকান খোলা থাকবে আর খাবারের হোটেল খোলা থাকবে তবে জাকজমক ভাবে আলো জ্বালানো যাবে না।
মন্তব্য করুন