মোঃ রেজওয়ানুর রহমান শুভ
২৭ জুলাই ২০২২ খ্রি: ল্যাম্ব এ্যাডলোসেন্ট এন্ড কমিউনিটি ট্রান্সফরমেশন প্রজেক্ট আয়োজনে ও ল্যাম্ব হেলথ্-ইউকে এর আর্থিক সহযোগিতায় উপজেলা সভা কক্ষে একটি শিক্ষা সহায়তা বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম উপস্থিত থেকে ৪৮ জন স্কুল হতে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান করেন। এই সময় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান বলেন, নারীরা/কিশোরীরা সমাজের বোঝা নয়, তারা সমাজের ও দেশের সম্পদ। আসুন আমরা বাল্যবিবাহ বন্ধ করি, কিশোরীদের স্বাস্থ্য ঝুঁকি কমায় এবং তাদের সুশিক্ষিত হতে সহযোগিতা করি”। মাধ্যমিক শিক্ষা অফিসার মো: তোফাজ্জল হোসেন বলেন, “কিশোরীদের সুশিক্ষিত করতে পিতামাতা ভূমিকা অপরিসীম, সেজন্য আমাদের সবাইকে কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে”। উক্ত প্রোগ্রামে নবাবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মনিনুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার শুভ্র প্রকাশ চক্রবর্তী, ল্যাম্ব এর ভারপ্রাপ্ত প্রজেক্ট ম্যানেজার মোঃ গোলাম মোস্তফা, টেকনিক্যাল কো-অর্ডিনেটর বিলাস পল তিগ্যা, টেকনিক্যাল অফিসার মানিক রায়, মোর্শেদা সুলতানা, জয় উইলিয়াম হাসদা, প্রজেক্ট অফিসার গাব্রিয়েল কিস্কু,স্থানীয় সাংবাদিক, স্থানীয় সরকার প্রতিনিধিগণ, শিক্ষক মন্ডলী, বে-সরকারী প্রতিনিধিবৃন্দ, কিশোর-কিশোরী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন