নবাবগঞ্জ( দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান>
১৯৭৫ সালে ১৫ আগস্ট মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্র বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলার হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙালির নিরন্তন প্রেরণার উৎস, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। এরপর থেকে এই দিনটি মানবসভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধুর শোকের দিন হিসেবে পরিচিত। তাই আগস্ট মাসকে আওয়ামী লীগসহ জাতীয় শোক পালন করে শোকের মাস হিসেবে। তারই ধারাবাহিকতায় দিনাজপুরের নবাবগঞ্জে সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এঁর সাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুম্প মাল্য অর্পন শেষে মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর ৬আসনের এম পি মোঃ শিবলী সাদিক। আরো বক্তব্য রাখেন ওসি ফেরদৌস ওহিদ,বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম। পরে জাতীয় শোক দিবস উপলক্ষে নবাবগঞ্জ উপজেলার যুবক যুবতীদের মাঝে ঋনের চেক তুলে দেন এম পি শিবলী সাদিক। নবাবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল হক চৌধুরী বলেন শুধু মাত্রা জাতীয় শোক দিবসের জন্য এঋন বিতরণ করা হলো। এদিকে বাংলাদেশ আওয়ামীলীগ নবাবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে জাতীয় শোক দিবস পালনে শোক র্যালী আলোচনা সভা,নবাব গঞ্জ উপজেলার গরীব দুখীদের মাঝে খাদ্য বিতরণ, কোরআন মাজিদ খতম দোয়া মাহফিল হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিনাজপুর ০৬ আসনের সাংসদ সদস্য এমপি শিবলী সাদিক। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সায়েম সবুজ ও বিরামপুর উপজেলা চেয়ারম্যান মোঃ খাইরুল ইসলাম রাজু ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম ও আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্র লীগ নেতা তাজওয়ার হোসেন ফাহিম (নাইনটি) সভাপতি
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম মিয়া ও উপজেলার সকল ইউনিয়নের আওয়ামীগের নেতা ও কর্মী রা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন