Spread the love

ঘোড়াঘাটে আজও ৫’শতাধিক লোক আম বাগান বাঁশ ঝাড়ে প্রসাব পায়খানা করে

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃমোঃ মজিবর রহমান >
দিনাজপুরের ঘোড়াঘাটে চোখে না দেখলে বিশ্বাস করাা কথা নয়। প্রসাব পায়খানা না থাকায় আজও ৫’ শতাধিক লোক আম বাগান বাঁশ ঝাড়ে প্রসাব পায়খানা করে বলে অভিযোগ উঠেছে।
এতে পরিবেশ দূষন হতে বসেছে। জানা যায়, ঘোড়াঘাট পৌর মিশন মোড় নামক স্থানে প্রায় ৫০টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে ঢাকা, বগুড়া, দিনাজপুর, যাতায়াতকারী বাস, ট্রাক, নাইট কোচগামী যাত্রীরা প্রায়োজনের তাগিদে ওঠা নামা করে। এরপরেও সেখানে ব্যবসা প্রতিষ্ঠানে মালামাল ক্রয় করতে আসা লোকজন ও ব্যবসায়িরা ওই বাজারের পার্শ্বে আম বাগান বাঁশ ঝাড়ে প্রসাব পায়খানা করে। ঘোড়াঘাটে স্বাস্থ্য পরিবেশ বাড়ি বাড়ি ও এলাকায় প্রসাব পায়খানা শত ভাগ ঘোষনা করা হলেও ঘোড়াঘাট পৌর মিশন মোড়ে আম বাগানে খোলা মাঠে বাঁশ ঝাড়ে প্রসাব পায়খানার দৃশ্য কি কারোই চোখে পড়ে না? এ ব্যাপারে এলাকাবাসী উর্দ্ধতন কর্মকর্তার জরুরি তদন্ত পূর্বক হস্তক্ষেপ কামনা করেছেন।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।