ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বরেন্দ্র অফিসারকে মারপিটের চেষ্টা থানায় অভিযোগ করা হয়েছে।
জানা যায়, গভীর নলকূপের পানি বন্টন নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হলে বৈদড় গ্রামের লোকজন বরেন্দ্র অফিসার বরাবরে অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে গত বুধবার বেলা ১১টায় ঘোড়াঘাট উপজেলার বৈদড় সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বরেন্দ্র অফিসার হারুনুর রশিদ উপস্থিত হয়ে সকল কৃষককে নিয়ে ব্যাপারটি সমাধানের লক্ষ্যে আলোচনা শুরু করে। ওই আলোচনার সময় বৈদড় গ্রামের বরেন্দ্র অপারেটরের লোকজন সমাজ মন্ডলের ছেলে সাজ্জাদ মন্ডল, মোজাহার আলীর ৩ ছেলে ইব্রাহিম আলী, তার ভাই আমিরুল ইসলাম, শহিদুল ইসলাম, সাজ্জাদ মিয়ার স্ত্রী মোছাঃ শাকিলা ইয়াসমিন, মোজাম্মেল হকের ছেলে কাওছার হোসেন, খলিল উদ্দিনের ছেলে হাসমত আলী ও তার ছেলে মজনু মিয়া আলোচনার এক পর্যায়ে বরেন্দ্র অফিসার হারুনুর রশিদের সঙ্গে কথা কাটাকাটি শুরু করে। কথা কাটাকাটির এক পর্যায়ে বরেন্দ্র অফিসার হারুনুর রশিদকে হাসুয়া, রামদা, পশু কুড়াল নিয়ে মারপিট করার চেষ্টা করলে গ্রামবাসী ছুটে এসে তাকে প্রাণে রক্ষা করে। এ ব্যাপারে বরেন্দ্র অফিসার হারুনুর রশিদ বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে থানায় এজাহার দিলেও আসামীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে বরেন্দ্র অফিসার হারুনুর রশিদ। দেখার কেউ নেই।
মন্তব্য করুন